রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
নির্বাচনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রবিউল ইসলাম, বেনাপোল
প্রকাশ: রবিবার, ২ জুলাই, ২০২৩, ৭:২০ PM
আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ৬নং ওয়ার্ডের পাঞ্জাবি প্রতিকের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বাবু সংবাদ সম্মেলন করেছে। 

রবিবার (২ জুলাই) দুপুর ১২.৩০ মিনিটে ভবেরবেড় গ্রামে তার নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় গ্রামবাসী,কর্মী-সমর্থক,সাধারণ ভোটারসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠে পাঞ্জাবি প্রতিকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবু বলেন আমার জনপ্রিয়তায়  ঈর্শ্বাম্বিত হয়ে প্রতিদন্দী প্রার্থীর সমর্থকরা এলাকায় নানা রকমের মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। ষড়যন্ত্রমূলক এলাকায় অপপ্রচার ছড়িয়েছে আমি নির্বাচন হতে সরে গেছি। এতে করে আমার নির্বাচনী কার্যক্রম পরিচালনায় ব্যঘাত ঘটছে ও নির্বাচনী আমেজ নষ্ঠ হচ্ছে। কুচক্রী মহলের এমন ঘৃণিত অপচেষ্ঠার আমি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এর আগেও ঐ কুচক্রী মহলের সমর্থকরা আমার নির্বাচনী প্রচারণায় বাধাগ্রস্তসহ আমার কর্মী-সমর্থকদের ভোটের মাঠ হতে সরাতে হুমকী-ধামকী দিয়েছে। ইতিমধ্যে আমি বিষয়টি বেনাপোল পোর্টথানা পুলিশকে জানিয়েছি। আজকের ঐ সংবাদ সম্মেলন হতে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে আমার ওয়ার্ডবাসীসহ বেনাপোলবাসীকে আশ্বস্ত করতে চাই আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ শেষ পর্যন্ত আমি পাঞ্জাবি প্রতিক নিয়ে নির্বাচনী লড়াইয়ে থাকবো। 

সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন প্রকার গুজবে বিচলিত না হয়ে আপনাদের মূল্যবান ভোটটি পাঞ্জাবি প্রতিকে নিশ্চিত করে আমাকে আপনাদের খেদমত করার সুযোগ দিন। সংবাদ সম্মেলন হতে তিনি ৬নং ওয়ার্ড ভবেরবেড় গ্রামে সুষ্ঠ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত