ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরেছে সরকারি কর্মচারীরা। তবে ভিন্ন চিত্র রয়েছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের মুখরবান্দা কমিউনিটি ক্লিনিকে।
রোববার সকাল থেকে এই ক্লিনিকে রোগীরা এসে আবার ফিরে যাচ্ছে। এর কারণ ক্লিনিকে কোন সেবা প্রদানকারী ছিল না। ক্লিনিকের গেটে ঝুলছিল তালা। যার কারণে চিকিৎসা সেবা না পেয়েই তাদের ফিরে যেতে হয়েছে। রোগীদের অভিযোগ অনেক সময় এই ক্লিনিক বন্ধ থাকে। আর যখন খোলা থাকে তখন সিএইচসিপি থাকে না।
রোগীদের অভিযোগের সত্যতা রয়েছে বলে জানান মুখরবান্দা কমিউনিটি ক্লিনিকের সভাপতি ইলিয়াছ গাজী। তিনি আরো জানান, ক্লিনিক মাঝে মাঝে বন্ধ থাকে। আজকে অফিসিয়ালি কোন কাজে গেছে কী না আমি জানি না। আসলেই কিছু ত্রুটি হয়। একবার গলাচিপা থেকে ডাক্তার এসে সিএইচসিপি’কে সর্তক করে দিয়েছে।
সেবা নিতে আসা রোগীরা জানান, এলার্জি,জ্বর ও ঠান্ডা জনিত সম্যসা নিয়ে ক্লিনিকে এসেছেন। কিন্তু ক্লিনিক বন্ধ থাকায় ফিরে গিয়েছেন। প্রায় সময় ক্লিনিক বন্ধ থাকে বলেও জানালেন তারা।
মুখরবান্দা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নাইম বলেন, ‘ক্লিনিকের কাছেই ছিলাম। পাশের বাসায় গেছিলাম। দাওয়াত ছিল।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (গলাচিপা-রাঙ্গাবালী) ডা. মেজবাহ উদ্দিন বলেন, ‘মৌডুবীতে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা একটা বাধা। তবে ক্লিনিক বন্ধ থাকে এ প্রসঙ্গে কেউ লিখিত অভিযোগ দিলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালেক মূহিদ বলেন, ‘এ বিষয়টি জানলাম। সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবো। ভুক্তভোগী কেউ লিখিত অভিযোগ দিলে আনুষ্ঠানিক তদন্ত করবো।’
বাবু/জেএম