ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ৪৪ বছর বয়সী নাজমা বেগম। স্ত্রীর চিকিৎসার জন্য সহযোগিতা চান তার অসহায় স্বামী। নাজমা বেগম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের দিনমজুর মো. জুনু মিয়ার স্ত্রী।
সোমবার (১০ জুলাই) সকালে জুনু মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায় ঘরে খাটের উপর বসে চিৎকার করছে নাজমা বেগম। ব্যথায় চোখে মুখে বিষণ্ণতার ছাপ। নাজমা বেগমের ১৪টি কেমোথেরাপি দিতে হবে। একেকটি কেমোথেরাপির খরচ ১২-১৪ হাজার টাকার প্রয়োজন। যা কিনা তার দিনমজুর স্বামীর পক্ষে সম্ভব না। গত এক বছর ধরে তিনি ব্রেস্ট ক্যান্সারের সাথে লড়াই করছেন। নাজমা বেগম সুস্থ হয়ে বাঁচতে চান।
অভাবের সংসারে কোন রকম দিনপার করছেন। তাদের দুই ছেলে বিয়ে করে সংসার নিয়ে আলাদা। তারা অটোরিক্সা চালিয়ে কোনরকম জীবনযাপন করছে। তাই তাদেরও কিছু করার মত উপায় নাই। এই রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় তার দিনমজুর স্বামী চিকিৎসা খরচ মিলাতে পারছে না।
নাজমা বেগমের স্বামী জানান, তার স্ত্রী দীর্ঘ একবছর থেকে বেস্ট ক্যান্সার আক্রান্ত হওয়ার পর অভাবের সংসার সল্প আয় ও পাড়া প্রতিবেশির কাছ থেকে ধারদেনা করে এতদিন কোনোভাবে তার চিকিৎসার খরচ মিটিয়েছেন। সবকিছু শেষ করে এখন তিনি অসহায় হয়ে পড়েছেন। প্রতিদিন ৫০০ টাকার ঔষধ লাগে। তিন শতাংশের বসতভিটে ছাড়া আর কিছু নেই তার। চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পক্ষ থেকে আর সম্ভব হচ্ছে না।
চিকিৎসক জানিয়েছেন, উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। তিনি বলেন তার সন্তানদের মুখের দিকে তাকিয়ে মানবিক দিক বিবেচনা করে তার স্ত্রীকে বাঁচাতে সমাজ ও রাষ্ট্রের বিত্তবান লোকদের সহযোগিতা চান।
যদি সমাজের বিত্তবান নাজমা বেগমকে সাহায্য করেন। তাহলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে। নাজমা বেগমের সাথে যোগাযোগ ও বিকাশ নম্বর ০১৭৫৪৩৩৩২৬৮
বাবু/জেএম