বরিশালসহ ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ভোলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
বরিশালে নতুন জেলা প্রশাসক হচ্ছেন মো. শহিদুল ইসলাম। তিনি এর আগেও বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। এছাড়াও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) নূর কুতুবুল আলমকে পটুয়াখালী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব রফিকুল ইসলামকে বরগুনা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড মহাব্যবস্থাপক (উপসচিব) মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদকে ভোলা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
এছাড়া যশোর, হবিগঞ্জ, বাগেরহাট, নেত্রকোনা, সিলেট ও কুষ্টিয়া জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছে।
বাবু/জেএম