শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক আমিনুল
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৭:০০ PM
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোনিত হলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

পুলিশ সুত্র জানায়, আজ সোমবার (১০ জুলাই)  সিলেট রেঞ্জ কর্তৃক আয়োজিত এপ্রিল ২০২৩ হতে জুন ২০২৩ মাসের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা ডিআইজি কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। 

সভায় ওই সময়ে অনুদঘাটিত (ক্লু লেস) মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদান রাখায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী পুলিশ পরিদর্শক হিসেবে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামকে মনোনীত করা হয়। 

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী পুলিশ পরিদর্শক হিসেবে মনোনীত হওয়ায় মো. আমিনুল ইসলামকে সিলেট রেঞ্জের ডিআইজি  শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম-সেবা সম্মাননা পত্র ও নগদ অর্থ পুরস্কার তার হাতে তুলে দেন।
 
এ সময় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ)  নাবিলা জাফরিন রিনা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস) এমএ জলিল, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও  সিলেট রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত