শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
ভূমি অধিগ্রহণের এল.এ শাখা
জনসাধারণের এখন আর হয়রানির শিকার হতে হয় না
গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৭:২৫ PM
বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেছেন, ভূমি অধিগ্রহণে বরিশাল এল.এ শাখায় এখন আর জনসাধারণের ক্ষতিপূরণের চেক পেতে হয়রানির শিকার হতে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে গড়ার কারণে ঘরে বসে ক্ষতিগ্রস্ত পরিবার মুঠোফোনে ম্যাসেজের মাধ্যমে সব কিছু জানতে পারেন। 

ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালি-কুয়াকাটা জাতীয় মহাসড়ক চারলেনে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় বরিশালের গৌরনদী উপজেলার ভূমি অধিগ্রহণের চেক বিতরণ অনুষ্ঠানে সোমবার বিকেলে প্রধান অতিথির বত্তৃতাকালে তিনি এ কথা বলেন। 

তিনি আরো বলেন, দক্ষিণাঞ্চলের স্বপ্নের পদ্মা সেতু চালুর পর ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালি-কুয়াকাটা জাতীয় মহাসড়ক চারলেনে উন্নীত হওয়ার পরে এ অঞ্চল আরো আমুল পরিবর্তন হবে। 

কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহ্ মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন। শেষে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারকে ৩ কোটি ৩ লক্ষ ১৪ হাজার ৫৭১ টাকার চেক বিতরণ করেন। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত