রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা আইনশৃঙ্খলা ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) সকালে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাসির উদ্দীন, অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন।
উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা, বালিয়াকান্দি ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, জামালপুর ইউনিয়ন চেয়ারম্যান একে এম ফরিদ হোসেন বাবু, উপজেলা মহিলা পরিষেদর সভাপতি বাসন্তী সান্যাল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সকল সদস্য বৃন্দ।
বাবু/জেএম