ফরিদপুরের ভাঙ্গায় ৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটককৃতরা হলেন, ভাঙ্গা উপজেলার ঈশ্বরদী তাড়াইল গ্রামের সাহেব আলী মাতুব্বর (৫৫), সাকিব মাতুব্বর(২২) ও পাতরাইল দিঘির পাড় গ্রামের মো. মিরাজুল মুন্সী (২৮)।
ডিবি পুলিশের একটি চৌকস টিম ভাংগা থানা এলাকায় অভিযান চালিয়ে গত ১০ জুলাই রাত পৌনে ১০টার দিকে ফরিদপুর ভাঙ্গা থানাধীন তাড়াইল ইশ্বরদীর সাহেব আলী মাতুব্বরের বসত বাড়ির উঠান থেকে চার কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে।
উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাবু/জেএম