বুধবার ২৩ জুলাই ২০২৫ ৮ শ্রাবণ ১৪৩২
বুধবার ২৩ জুলাই ২০২৫
পি‌রোজপুরে নারীসহ পাাঁচ মাদক কারবারি গ্রেফতার
পিরোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ৭:১৭ PM
পি‌রোজপু‌রের মঠবাড়িয়ায় নারীসহ মোট ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ও শুক্রবার দুপুরে ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে পশ্চিম পাতাকাটা ও সেনের টিকিকাটা এলাকা থেকে ১ কেজি গাাঁজা ও ৩২০ পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, পশ্চিম পাতাকাটা গ্রামের শাহিনুর বেগম (৪০), সেনের টিকিকাটা গ্রামের মো. ফারুক মৃধা (৪১) একই এলাকার গোপাল মিত্র, সাপলেজা গ্রামের মো. মানিক মিয়া (২৫), শৌলা গ্রামের বিকাশ বেপারী (২৩) ও পার্শবর্তী পাথরঘাটা থানার মো. আনিচ আকন।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল শুক্রবার দুপুরে  উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা এলাকায় মাদক কারবারি ফারুক মৃধার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ফারুক ও ক্রেতারা দৌড়ে পালানোর সময় পুলিশ ধাওয়া করে ৫ জনকে আটক করে। অপরদিকে শুক্রবার রাতে থানা পুলিশের একটি টহল দল পাতাকাটা এলাকায় অভিযান চালায়। এসময় মাদক কারবারি স্বামী-স্ত্রী দৌড়ে পালানোর সময় স্ত্রী শাহিনুর বেগমকে আটক করা হয়। পরে তার বসত ঘর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু'টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত