সোমবার ২১ জুলাই ২০২৫ ৬ শ্রাবণ ১৪৩২
সোমবার ২১ জুলাই ২০২৫
সরকার না থাকলে ‘পদ’ গলার কাটা হয়ে দাঁড়াবে : মমতাজ
আমিনুল ইসলাম, মানিকগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ৭:৪৪ PM
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম বলেছেন, সরকার ক্ষমতা না থাকলে পদ গলার কাটা হয়ে দাঁড়াবে। কেউ ঘরে থাকতে পারবেন না।

বৃহস্পতিবার বিকেলে হরিরামপুর উপজেলা ছাত্রলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে। শুধু ছাত্রলীগ নয় আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের একযোগে কাজ করে নৌকার বিজয় ঘরে তুলতে হবে।

কর্মি সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন, জেলা ছাত্র লীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক  হাজী ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রউফ, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান প্রমুখ।

কর্মী সমাবেশে জেলা পরিষদের সাবেক সদস্য কোহিনূর ইসলাম সানি, সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুনসহ জেলা-উপজেলার আওয়ামী লীগ, ছাত্র লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত