মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
শিবালয়ে আব্দুস সালামের পক্ষে লিফলেট বিতরণ
সুমন হোসেন, শিবালয় (মানিকগঞ্জ)
প্রকাশ: শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৫:৫০ PM
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. আব্দুস সালাম এর পক্ষে দলীয় নৌকা প্রতীকের মনোনায়ন পাওয়ার আশায় ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তারই অংশ হিসাবে শনিবার সকাল থেকে শিবালয় উপজেলার উথলী, বাড়াদিয়া, নয়াবাড়ী, জাফরগঞ্জ, তেওতা ও শিবালয়সহ বিভিন্ন হাট-বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে। 

প্রচার-প্রচারণায় অংশ নিয়ে প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জেলা আ’লীগ সদস্য এনামুল হক রুবেল, জেলা আ’লীগের শ্রম সম্পাদক ভিপি ফরহাদ হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি কাজী বুলবুল, সাদিকুল ইসলাম সোহা, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, সহ-সম্পাদক মাসুদ রানা প্রমুখ। 

এছাড়া, মানিকগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা আ’লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. আব্দুস সালাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার মনোনয়ন প্রত্যাশী। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত