সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
কমলগঞ্জে অগ্নিকাণ্ডে ৬ বসতঘর ভস্মীভূত
আলমগীর হোসেন, কমলগঞ্জ (মৌলভীবাজার)
প্রকাশ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৪:৪০ PM
গ্যাসের রাইজার থেকে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর সবুজবাগ এলাকায় আগুনে পুড়লো ছয়টি ঘর। সোমবার ভোর ছয়টার দিকে গ্যাসের রাইজার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। 

খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। ভুক্তভোগীরা হলেন শমসেরনগর বাজারের ডলি সু ষ্টোরের মালিক বাচ্চু শেখ ও তার ভাই সাচ্চু শেখ । ওই দুইটি পরিবার এখন সর্বস্বহারা। দুটি পরিবারের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

এই বিষয় বাচ্চু শেখ বলেন, ভোর বেলা গ্যাসের রাইজার থেকে অগ্নিকাণ্ডটি ঘটে, আমরা দুই ভাইর ৬ বসত ঘরে মালা মাল উদ্ধার করা সম্ভব হয়নি। মালামাল সহ ৪০ লক্ষ টাকার বেশি ক্ষয়কতি হয়। 

স্থানীয়রা জানান,  গ্যাসের রাইজার হতে আগুন লেগে বাচ্চু শেখ  ও সাচ্চু শেখ এর বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস এসে দীর্ঘ একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শমশেরনগর ইউনিয়নের পরিষদের  চেয়ারম্যান জুয়েল আহমেদ জানান, বসত ঘরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। 

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ান বলেন, আগুন লাগার বিষয়ে জানা নেই, তবে খবর নিচ্ছি।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত