‘নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোনাগাজীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য অফিসার তুর্য সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মেরিন ফিসারিজ অফিসার খাইরুল বাশার, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ক্লাস্টার অফিসার নাসরিন সুলতানা, তথ্য সংগ্রহকারী রাজীব চন্দ্র দাস।
মতবিনিময় সভায় মৎস্য বিভাগ থেকে জানানো হয়, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন বিষয়ে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, আনন্দ শোভাযাত্রা, প্রামান্যচিত্র প্রদর্শনী, পোনা অবমুক্তিকরণ, আলোচনা সভা, সাংবাদিক মৎসজীবী, মৎসখামারীদের সাথে পৃথক পৃথকভাবে মতবিনিময় ও খাদ্য সহায়তাসহ নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
এসময় সোনাগাজীতে কর্মরত দৈনিক প্রথম আলো প্রতিনিধি আমজাদ হোসাইন, সমকাল প্রতিনিধি আবুল হোসেন রিপন, কালের কন্ঠ প্রতিনিধি শেখ আবদুল হান্নান, যুগান্তর সোনাগাজী দক্ষিণ প্রতিনিধি জাবেদ হোসেন মামুন, দৈনিক আমার ফেনী প্রতিনিধি মোতাহের হোসেন ইমরান, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মো. হাবিবুল ইসলাম রিয়াদ, মানবকন্ঠ প্রতিনিধি এস এন আবছার, আজকের পত্রিকা প্রতিনিধি আলমগীর হোসেন রিপন, অগ্রসর প্রতিনিধি গাজী মো. হানিফ, সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি আবদুল্লাহ রিয়েল, ভোরের পাতা প্রতিনিধি ইকবাল হোসেন, আমাদের সময় প্রতিনিধি ওমর ফারুক, বাংলাদেশ সমাচার প্রতিনিধি ছালাহ উদ্দিন, আমাদের নতুন সময় প্রতিনিধি বাহার উল্লাহ বাহার সহ অনেকে উপস্থিত ছিলেন।
বাবু/জেএম