শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
আশুলিয়ায় ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক ১
আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৮:১৯ PM
ঢাকার আশুলিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে, সোমবার রাতে আশুলিয়ার ঘোষবাগের কোন্ডলবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গত ২৪ জুলাই দুপুরে আশুলিয়ার ঘোষবাগের কোন্ডলবাগ এলাকায় চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের ওই শিশুকে কৌশলে ঘরে ডেকে নিয়ে হত্যার হুমকি দিয়ে জোর পূর্বক ধর্ষণ করে মেহেদী হাসান (১৯) নামের এক যুবক। পরে পরিবারের সদস্যরা ধর্ষণের বিষয়ে র‌্যাব-৪ এ অভিযোগ দায়ের করলে র‌্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার দায় স্বীকার করে। পরে আটক যুবককে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, শিশুটিকে সকালে হাসপাতালে নিয়ে এসেছে তার পরিবার। তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। আটক আসামিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত