‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মে দেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে সড়ক ও জনপথ অধিদপ্তর ঢাকা জোনের বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হাইওয়ের দুইপাশ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদীখান এলাকায় গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের (ঢাকা) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান।
সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন সড়ক ও মহাসড়ক এবং অফিস পরিদর্শন বাংলো সংলগ্ন খালি জায়গায় নিম, চালতা, তেঁতুল ও ছাতিয়ান, গাছের চারা রোপণ করেন। এ বৃক্ষরোপন কর্মসূচিতে এক কোটি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সকাল থেকে দুপুর পর্যন্ত রোপন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান বলেন, সারা বাংলাদেশে বনায়নের মাধ্যমে সবুজ বেষ্টনী সৃষ্টি হবে। সেদিকে লক্ষ্য রেখেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে বৃক্ষরোপণ করেছিলেন। তার বৃক্ষরোপনকে স্মরণে আমরা এবার এক কোটি বিভিন্ন গাছের চারা রোপণের উদ্যোগ আজ থেকে শুরু করেছি। সবাইকে আহবান জানাই- যেখানে আপনাদের যতটুকু জায়গা খালি আছে সেখানে গাছ লাগান। যারা শহরে বসবাস করছেন তাদের বাড়ির ছাদে এবং বারান্দার টবে গাছ লাগান। তিনি আরও বলেন, আসুন আমরা সবাই মিলেই গাছ লাগাই, আমাদের দেশটাকে একটা বনায়নে পরিণত করি। বিভিন্ন দুর্যোগের হাত থেকে দেশটাকে রক্ষা করি।
এ সময় সড়ক ও জনপথ বিভাগ (ঢাকা) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ নাজমুল হক, মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ জোনের দেওয়ান আবুল কাশেম মোহাম্মদ নাহীন রেজা, উপ-বিভাগীয় প্রকৌশলী ও কেরাণীগঞ্জ সড়ক উপ-বিভাগের মুহাম্মদ হারুন-অর-রশিদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের চৌধুরী সাজ্জাদ হোসেন সহ সড়ক ও জনপথের বিভিন্নি শ্রেণির কর্মাচারিরা উপস্থিত ছিলেন।