গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় আব্দুল আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর বউ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ মধ্য রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আব্দুর সাত্তার জামালপুর জেলার ইসলামপুর থানার মৃত বাদশা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সাত্তার বউ বাজার এলাকার রেললাইন পারাপারের সময় পঞ্চগড় হতে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সেপ্রেস ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে শুক্রবার মধ্যরাতে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশে ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। আবেদনের প্ররিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাবু/জেএম