বিনোদন দুনিয়ার সব বিভাগের তারকাদের মিলন মেলা বসেছিল রাজধানীর সোনারগাঁও হোটেলে। উপলক্ষ্য জেপি মাল্টিমিডিয়ার শুভ উদ্বোধন। গত শুক্রবার রাতে জেপি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জয় পাগল মাল্টিমিডিয়া ও জয় পাগল স্টুডিও’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শুভ কামনা জানিয়ে জানান, বাংলাদেশের সুস্থ্য ধারার সংস্কৃতি জেপি মাল্টিমিডিয়ার হাত ধরে বহুদূর এগিয়ে। তারার মেলায় জেপি মাল্টিমিডিয়ার শুভ উদ্বোধন হয়েছিল আরও রঙিন।
অনুষ্ঠানে জেপি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুরতজা পলাশ, গ্রুপের প্রধান উপদেষ্টা নাসির ইমতিয়াজ বাবু, ব্যবস্থাপনা পরিচালক বিক্রম আদিত্য রায়, জেপি রিয়েল এসেস্টেটের সিইও শাকিল ইসলাম, জেপি মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা ফারুক আহমেদ, জেপি স্টুডিওর পরিচালক সংগীত শিল্পী আজমীর বাবু, স্বনামধন্য কণ্ঠশিল্পী ফরিদা পারভীন, খুরশীদ আলম, উপমহাদেশের প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, সংগীত শিল্পী আসিফ আকবর, এসআই টুটুল, সংগীত পরিচালক ইথুন বাবু, গাজী আব্দুল হাকিম, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান আলোকিত করতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহীন সুমন, অভিনেতা শহিদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, মোশারফ করিম, মুকিত জাকারিয়া, মিলন ভট্টাচার্য্য, রোজি সিদ্দিকী, জিনাত হাকিম, ফারজানা ছবি, ফারজানা চুমকী, মিমি আলাউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোস্যাল সাইন্স বিভাগের ডিন ড. জিয়া রহমান, পরিচালক সাগর জাহান, জুয়েল রানা, কায়সার আহমেদ, সম্রাট জাহাঙ্গীর ও তারিক মুহাম্মদ হাসানসহ আরও অনেকেই।
বাবু/এসআর