নড়াইলে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে কোরআনখানি, দোয়া মাহফিল, পুস্পস্তবক অর্পণ, বনজ গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইলে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিনের আলোচনায় বক্তারা, রাজনীতি, ক্রীড়াঙ্গন, শিক্ষা, সাংস্কৃতিকসহ বহুমাত্রিক প্রতিভার অধিকারী মুক্তিযোদ্ধা শেখ কামালের অপরিসীম দেশত্ববোধে উদ্বুদ্ধ হয়ে সকলকে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানিয়েছেন। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনে শনিবার (৫আগষ্ট) জেলা প্রশাসনের উদ্যোগে নেয়া নানা কর্মসূচির মধ্যে বেলা ১১টায় ছিল এ আয়োজন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনায় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীসহ অন্যান্যরা অংশ নেন।
জন্মদিন পালন উপলক্ষে এর আগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে স্থাপিত শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের আয়োজন। বেলা ১০টায় ফুলদিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদনের এ আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর নেতৃত্ব দেন। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংকৃতিক সংগঠন, বিভিন্ন সরকারি বিভাগ ও দপ্তর অংশ নেয়। শ্রদ্ধা নিবেদন শেষে ছিল দোয়া অনুষ্ঠান।
এসময় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট শাহাদাৎবরণকারী সকলের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশও জাতির উন্নয়ন অগ্রযাত্রার ধারা সমুন্নত রাখতে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। দোয়া পর্ব শেষে ছিল গাছের চারা বিতরণ কর্মসূচি। জেলা প্রশাসকসহ উপস্থিত বিশিষ্ট জনেরা বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মাঝে এ গাছের চারা তুলে দেন।
এছাড়া বিকালে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বাবু/জেএম