কর্মদিবসে রাজধানীর ভেতরে রাজনৈতিক সভা ও সমাবেশ না করতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিএনপি ও আওয়ামী লীগসহ সংশ্লিষ্টদের কাছে এ নোটিশ পাঠানো হয়।
রবিবার (৬ আগস্ট) এ আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নূরে আলম উজ্জ্বল।
নোটিশে বলা হয়, ঢাকা শহরে একটি বড় রাজনৈতিক দল সমাবেশ ডাকলে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এছাড়া সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়। এছাড়াও একই দিন ও সময়ে কাছাকাছি স্থানে দুটি বড় রাজনৈতিক দল কর্মসূচি দিলে নগরজুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।
এ অবস্থায় রাজনৈতিক সব দলকে সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার) অথবা অন্যান্য সময় সরকারি ছুটির দিনে সভা ও সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচি পালনের অনুরোধ করা হয়। অন্যথায় বিষয়টি উচ্চ আদালতের নজরে আনা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
বাবু/জেএম