বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
আশুলিয়ায় গ্রাহকের ৪ কোটি টাকা নিয়ে উধাও
আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)
প্রকাশ: রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ২:৩১ PM
ঢাকার আশুলিয়ায় নিউ শেফালী ক্ষুদ্র ব্যবসায়ী কো-অপারেটিভ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান গ্রাহকের আমানতের চার কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। প্রতি মাসে মোটা অঙ্কের লাভ দেওয়ার প্রলোভনে শতাধিক গ্রাহকের কাছ থেকে নেওয়া এ টাকা। গ্রাহকদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার পর আট মাস পেরিয়ে গেলেও টাকা ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না তারা। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আশুলিয়ার বাইপাইলের বুড়িরবাজারের নতুনপাড়া এলাকায় চিন্ময় কান্তি সিংহ (সভাপতি), জ্যোতিন্ময় কান্তি সিংহ (সাধারণ সম্পাদক), আবু বকর, প্রান্ত সিংহ তপসী সিংহ মিলে নিউ শেফালী ক্ষুদ্র ব্যবসায়ী কো-অপারেটিভ লিমিটেড নামের একটি সমবায় সমিতি করেন। স্থানীয় পোশাক শ্রমিকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সঞ্চয়ী হিসাব খুলে দেন। লাভের আশায় সঞ্চয় ছাড়াও এককালীন টাকা জমা রাখেন অনেকেই। কিন্তু গত বছরের ১৫ নভেম্বর প্রায় চার কোটি টাকা নিয়ে পালিয়ে যান তারা। পরে সমিতির কার্যালয়ের সামনে শতাধিক গ্রাহক হইচই করেন। এরপর থানায় লিখিত অভিযোগ দেন। 

গ্রাহক ওমর ফারুক বলেন, ‘২০২০ সালের ১৩ মার্চ ওই সমিতিতে সঞ্চয়ী হিসাব খুলে মাসে ৫ হাজার টাকা করে সঞ্চয় করতে থাকি। এ ছাড়া প্রতিদিন ৫০০ ও এককালীন ২০ লাখ ৫০ হাজার টাকা জমা করি। সর্বমোট ২২ লাখ ৮২ হাজার ৫০০ টাকা পাই। আমার মতো শতাধিক গ্রাহক রয়েছেন। সব টাকা নিয়ে পালিয়ে গেছে সমিতির চক্রটি। এ ঘটনায় নিজেই আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো সুরাহা করতে পারেনি পুলিশ। আমরা টাকা ফেরত চাই।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর খান বলেন, ‘এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ সাভার উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘এ ব্যাপারে তদন্ত চলছে।’

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত