বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
আশুগঞ্জে ৪৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ২:৪৪ PM
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪৭ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (৬ আগস্ট) সকাল সোয়া ৯ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে পিকআপভ্যানসহ তাদের গ্রেফতার করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ। গ্রেফতার শফিকুর রহমান (২৬) জেলার সরাইল উপজেলার শাহবাজপুরের নূর রহমানের ছেলে ও জেলার কসবা উপজেলার বিষ্ণউড়ী এলাকার আবুল কাশেমের ছেলে আলমগীর মিয়া (৪৫)।

ওসি নাহিদ আহমেদ জানান, রোববার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পিকআপভ্যানসহ তাদের গ্রেফতার করা হয়। পরে পিকআপভ্যান তল্লাশি করে ৪৭ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত