শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
কিশোরগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত, কিশোরগঞ্জ-ভৈরব লাইনে ট্রেন চলাচল বন্ধ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৪:৩৭ PM

কিশোরগঞ্জের সরারচর স্টেশনে এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ রোববার দুপুর ২টার দিকে স্টেশন এলাকায় পয়েন্ট পরিবর্তনের সময় ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। এর ফলে কিশোরগঞ্জ-ভৈরব লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে ট্রেনে চলাচলকারী যাত্রীরা।

কিশোরগঞ্জ রেল স্টেশনের মাস্টার মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেয়। এদিকে দুর্ঘটনার কারণে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তনগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটিও সরারচর স্টেশনে আটকা পড়েছে।

মিজানুর রহমান জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করবে।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কিশোরগঞ্জ   এক্সপ্রেস   লাইনচ্যুত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত