নীলফামারীর ডোমারে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও অস্বচ্ছল মহিলাদের মাঝে শেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন নিজস্ব হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম’র সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ,বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। বক্তরা মহান মুক্তিযুদ্ধে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদানের বিষয়ে তার জীবনীর উপর আলোকপাত করেন। আলোচনা শেষে উপজেলার ১০জন অস্বচ্ছল মহিলাকে শেলাই মেশিন প্রদান করা হয়েছে।
বাবু/জেএম