নীলফামারীর ডিমলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জীবভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আফতাব উদ্দিন সরকার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, প্রাণিসম্পদক কর্মকর্তা ডা. মদন কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা (অ. দা.) পূরবী রানী রায়, শফিকুল ইসলাম স্বপন সহ উপজেলার বিভিন্ন সরকারি/বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে ৪০ জন দুস্থ নারীকে (জন প্রতি) ১২ হাজার টাকার চেক ও ১০ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
বাবু/জেএম