ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকা হতে সদরুল আলম (৪২) নামে এক প্রকৌশলী রক্তাক্ত লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
রোববার সকাল ১০টায় বাড়ির মালিক নিহতের দরজা খুলে রক্তাক্ত লাশ দেখে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করে। নিহত সদরুল আমিন রংপুর জেলার মিঠাপুকুর থানার পুর্ব সেকুর পাড়া গ্রামের মৃত বনিজ উদ্দীনের ছেলে।
তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন এবং প্রায় এক বছর যাবত শাক্তা ইউনিয়নের আরশি নগর এলাকার ইউনুস মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তার শরীরে একাধিক ছুড়ির আঘাতে চিহ্ন পাওয়া যায়।
বাবু/জেএম