যশোরের শার্শায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শার্শার গণমানুষের নেতা নাজমুল হাসানের দিক নির্দেশনা অনুযায়ী, শার্শা উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) বিকালে শার্শা বাজার প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে, শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য মালেকুজ্জামান সুজনের সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ ধাবক।
এসময় প্রধান অথিতি নেতাকর্মী সহ সকলের উদ্দেশ্য বলেন, নৌকা যারা আমরা তাঁর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই শার্শা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকা দিয়ে পাঠাবেন আমরা একত্রিত হয়ে তাঁকে নৌকা মার্কায় আবারও বিপুল ভোটে জয় করিয়ে জাতীয় সংসদে পাঠাবো এই প্রত্যয় ব্যক্ত করছি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা ইউনিয়ানের সাবেক সভাপতি আজগর আলী, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার শাহরিন আলম বাদল।
এছাড়া উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাভারণ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য ফেরদ্দৌস চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগে যুগ্ম আহ্বায়ক হাজী বাবলু মিয়া, উপজেলা যুবলীগের সদস্য শফিক মাহমুদ ধাবক, বদু মেম্বার প্রমুখ।
বাবু/জেএম