সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
চলন্ত অবস্থায় বিমানের ওয়াশরুমে পাইলটের মৃত্যু!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৪:৪০ PM

যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে উড্ডয়ন করা একটি ফ্লাইটের পাইলট বিমানের ওয়াশরুমে মারা গেছেন। ল্যাথাম এয়ারলাইন্সের বিমানটি উড্ডয়নের তিন ঘণ্টা পর এ ঘটনা ঘটে। পরে দ্রুত বিমানটি জরুরি অবতরণ করানো হয়। খবর নিউ ইয়র্ক পোস্ট।

ল্যাথাম এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বিমানটি ২৭১ জন যাত্রী নিয়ে মায়ামি থেকে চিলির রাজধানী সান্তিয়াগো যাচ্ছিল। বিমানের পাইলট ইভান আন্দাউরের স্বাস্থ্যগত অবনতির কারণে ফ্লাইটটি পানামা সিটিতে জরুরি অবতরণ করানো হয়।

সিম্পল ফ্লাইং-এর রিপোর্ট অনুযায়ী, ওয়াশরুমে পড়ে যাওয়ার পর ক্রুরা ক্যাপ্টেন আন্দাউরকে জরুরি চিকিৎসা দিয়েছিল। পরে ফ্লাইটটিকে দ্রুত পানামা সিটির টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তারা জানান, কর্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়ে পাইলট ইভান মারা গেছেন।

বিমানটি স্থানীয় সময় ১৪ আগস্ট (সোমবার) রাত ১০টা ১১ মিনিটে মিয়ামি থেকে উড্ডয়ন করেছিল। বিমানটিতে পাইলট ক্যাপ্টেন ইভান আন্দাউর ছাড়াও অতিরিক্ত ক্যাপ্টেন ও একজন ফার্স্ট অফিসার ছিলেন। মঙ্গলবার ফ্লাইটটি যাত্রীদের নিয়ে ফের চিলির উদ্দেশে যাত্রা করে।

ল্যাথাম এয়ারলাইন্স কর্তৃপক্ষ ক্যাপ্টেন ইভান আন্দাউরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, ইভান তার দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্বের সঙ্গে তার দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন। উল্লেখ্য, ইভান ২৫ বছরের অভিজ্ঞ পাইলট ছিলেন।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাইলট   বিমান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত