সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
গেরেজে মেরামতের সময় বাসে আগুন
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৪:৪৮ PM
ময়মনসিংহে বাসে মেরামতের কাজ করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে নগরীর চায়নামোড়ের ময়লার মোড় এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা-শেরপুর সড়কে চলাচল করা সোনার বাংলা পরিবহনের একটি বাস ময়লার মোড় এলাকার একটি গ্যারেজে মেরামতের কাজ চলছিল। দুপুরের দিকে কাজ করার সময় বাসের জানালা বন্ধ ছিল। এসময় বাসের ব্যাটারির তারে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে বাসের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি বলেও জানান তিনি।

এ বিষয়ে গ্যারেজের শ্রমিক জাকির হোসেন বলেন, আমি বাসের নিচে শুয়ে কাজ করছিলাম। হঠাৎ উপর থেকে তাপ অনুভূত হলে বের হয়ে দেখি বাসে আগুন জ্বলছে। পরে অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারিনি। ধারণা করা হচ্ছে, বাসের ব্যাটারির সাথে অন্য তারের শর্টসার্কিটে আগুন লাগতে পারে।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এটি কোন নাশকতা নয়, ব্যাটারি থেকে আগুন লেগেছে বলেও জানান তিনি।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত