ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাখার ২০২৩-২৪ কার্যবর্ষের সভাপতি আবু তালহা আকাশ ও সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান (সানি)।
আজ বৃহষ্পতিবার (১৭ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহদী হাসান মজুমদার এবং সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ০৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান (সানি) বলেন, আমাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করছি, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতায় সৃষ্টিশীল লেখক এবং পর পর চারবারের বর্ষসেরা শাখা হওয়ার গৌরব অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো।
সভাপতি আবু তালহা আকাশ বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় আমাকে সভাপতি মনোনিত করায় কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরপর চারবারের বর্ষসেরা শাখা নির্বাচিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। এই ধারাবাহিকতা বজায় রেখে নিজেদেরকে ছাড়িয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে আমরা তা অর্জন করতে পারবো বলে আশা রাখি।
এদিকে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল বুধবার রাতে হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান। তারা হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
ইন্টার্নি চিকিৎসক পরিষদ নেতারা এক বিবৃতিতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে কর্মসূচি সাময়িক প্রত্যাহারের ঘোষণা দেন। তারা বলেন, সিটি মেয়র সংসদ সদস্যের আশ্বাসে জন-ভোগান্তি বিবেচনা করে কর্মসূচি সাময়িক প্রত্যাহার করা হলো। তবে শিক্ষার্থীদের যৌক্তি দাবি বাস্তবায়নে সমর্থন থাকবে।
বাবু/জেএম