জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টেকনাফের বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে কালো ব্যাজ ধারণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দুপুরে প্রায় তিন হাজারের অধিক মানুষ গণভোজে অংশগ্রহণ করেন।
এর আগে শোক দিবসের আলোচনা সভা বাহারছড়া মারিশবনিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল্লাহ কোম্পানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর। প্রধান বক্তা ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব মোরশেদ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, মৌলভী আজিজ উদ্দিন চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন খালেদ, এজাহার মিয়া, খলিলুর রহমান, বদিউল আলম, হামজালাল, নুরুল হক, আল ফায়সাল সুমন, মাহবুব উল্লাহ আবদুর রহমান, মৌলভী রফিক উদ্দিন ও রফিক উল্লাহ প্রমুখ।
বাবু/জেএম