বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লার একটি পানবরজ থেকে ১২টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাঁজা চাষী আবু সায়েদ ঘরামীকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় এসআই মজিবর রহমানের নেতৃত্বে এএসআই আসাদুল ইসলাম, হুমায়ুন কবির, আমিনুল ইসলাম ও ইমরান নাজির অভিযান চালিয়ে গাঁজা গাছগুলো উদ্ধার ও চাষীকে গ্রেপ্তার করেন।
বাবু/জেএম