বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
টঙ্গীতে ডিমের বাজারে ভোক্তা অধিকারের অভিযান
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৫:৫২ PM
শিল্পনগরী টঙ্গীর নতুন বাজার এলাকায় ডিমের আড়ৎ এ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে চলা এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

অভিযানে ডিমের মূল্য যথাযথভাবে প্রদর্শন না করা, ডিম ক্রয়-বিক্রিতে পাকা রশিদ না রাখার অপরাধে মেসার্স রূপালী ডিমের আড়ৎ, আল্লাহর দান ডিমের আড়ৎ, ইদ্রিস আলী ডিমের আড়ৎ, জিলানী ডিমের আড়ৎ ও লামিয়া ডিমের আড়ৎকে ১০ হাজার টাকা কওে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এসময় আব্দুল জব্বার মন্ডল বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মহোদয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় ডিম উৎপাদনকারী, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করে উৎপাদন পর্যায়ে ডিম প্রতি ১০.৫০ টাকা এবং খুচরা পর্যায়ে ১২ টাকা দাম নির্ধারণ করেন। এটি নিশ্চিতকল্পে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত