মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
বনানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ১১:১৫ AM

রাজধানীর বনানীতে রডভর্তি ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ট্রাকের চালক মো. শাহজাহান (৩৫) নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় সহকর্মীর সহযোগিতায় বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) এজাজ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে সকাল ৬টায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) এজাজ নিহতের লোকজনের বরাত দিয়ে বলেন, শাহজাহান গাজীপুরের টঙ্গী থেকে রড বোঝাই করে হাজারীবাগ যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ সড়কের বনানী থানাধীন মাছরাঙা টিভি ভবনের সামনের রাস্তায় একটি কার্ভাডভ্যানের পেছনের দিকে লেগে সংঘর্ষের ঘটনা ঘটে, আমরা এ অবস্থায় পাই। তবে কাভার্ডভ্যানের কাউকে পাওয়া যায়নি, পালিয়েছে। আমরা ট্রাক ও কাভার্ডভ্যান দুটি জব্দ করেছি।

ঘটনাটি কীভাবে ঘটেছিল— তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। আর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

দুর্ঘনায় নিহত শাহজাহান ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার আলআকসাবের ছেলে।

বাবু/এ.এস




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বনানী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত