গাজীপুর জেলার বাসন থানাধীনস্থ, নাওজুড়ি মৌজায় সড়ক ও জনপদ বিভাগের ৩৭৫ শতাংশ সম্পত্তি যাহা দীর্ঘ ৪০ বছর যাবত বেদখল। যাহা বিগত দীর্ঘদিন যাবত গাজীপুরে আলোচনা এবং সমালোচনার তুঙ্গে। এই সরকারের সম্পত্তি উদ্ধারের চেষ্টায় দীর্ঘদিন যাবৎ সাংবাদিকরা সহযোগিতা করেছেন গাজীপুর সড়ক ও জনপথ বিভাগ ও গাজীপুর জেলা প্রশাসনকে। এই জমিটি উদ্ধারের জন্য গাজীপুরের নবগত জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম সকল ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগ বরাবর অফিস আদেশ প্রেরণ করেছেন। স্মারক নং ২০০০,এস এ শাখা থেকে এ আদেশ দেওয়া হয়।
তথ্যসূত্রে জানা যায়, বিগত সময়ে গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয়ের কর্মকর্তাদের কালক্ষেপণের কারণে সরকারি সম্পত্তি উদ্ধারের প্রক্রিয়া নিষ্পত্তি করতে পারেনি জেলা প্রশাসন। নবাগত জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণের পরে, এই বিষয়টি উপস্থাপন করলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।
জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, সরকারি সম্পত্তি বা সরকারের স্বার্থ উদ্ধার করা প্রশাসনের একনিষ্ঠ দায়িত্ব। এর দায়িত্ব পালনে গাজীপুর জেলা প্রশাসন সর্বদা বলিষ্ঠ কন্ঠস্বর। তিনি সাংবাদিকদের আরো বলেন, আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। পরে তিনি আরো বলেন, গাজীপুর সড়ক ও জনপথ বিভাগকে উচ্ছেদের প্রক্রিয়া করার জন্য এবং জেলা প্রশাসন সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন।
সড়ক ও জনপথ বলেন, নাওজুড়ী মৌজার এই জমিটা নিয়ে দীর্ঘদিন আমরা জেলা প্রশাসন কার্যালয়ে ঘুরেছি। গাজীপুরের সাংবাদিকবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন। অনেক দেরিতে হলেও যেহেতু জেলা প্রশাসন থেকে নির্দেশনা দেয়া হয়েছে, আমরা সে মাফিক সড়ক ও জনপথের জমি উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।