পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম আব্দুল মান্নান হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই ইউনিয়নের গহিনখালী গ্রামে অবস্থিত নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আগামীকাল বেলা সাড়ে ১১টায় গহিনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এবিএম আব্দুল মান্নানের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এবিএম আব্দুল মান্নান ছোটবাইশদিয়া ইউনিয়নে পরপর তিনবার ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। সালিশ-বিচার ব্যবস্থায় তিনি এলাকায় ছিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
মৃত্যুকালে ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান এক ছেলে, তিন মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার-স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বাবু/জেএম