ঢাকার ধামরাইয়ে কুশুরা ইউনিয়নে কুশুরা গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ আগস্ট ) রাত ১০টা দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের কুশুরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) জব্বার খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন— ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের কুশুরা এলাকার সানোয়ার হোসেনের ছেলে নাজমুল হোসেন (২০), মঞ্জু মিয়ার ছেলে আসিফ (১৯)।
এসআই জব্বার খান জানান, রাতে ধামরাইয়ের কুশুরা এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি দায়ের করা হয়েছে।
বাবু/জেএম