গাজীপুর জেলার অন্যতম ইউনিয়ন ভূমি অফিস বাসনে নেই ফাইলের জটলা। বেশ কিছুদিন আগে আউটসোর্সিং কর্মকর্তাদের অফিস থেকে ছাঁটাই করা হলে কিছুদিন সেবা দিতে আমাদের বেগ পোহাতে হয়েছে। কিন্তু এখন অনলাইন সেবা থাকার কারণে নিমিষেই সেবা দেয়া আমাদের পক্ষে সম্ভব। নামজারীর আবেদন থেকে শুরু করে, ডি,সি আর এর টাকা জমা দেয়া পর্যন্ত এখন অনলাইন সিস্টেম, যাতে করে ভূমি অফিসে নেই কোন আর্থিক লেনদেন। এসব কথা বলেন, বাসন ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, এক সময় বাসন ভূমি অফিসে সরাসরি ঘুষ লেনদেন হতো। কিন্তু এখন অনলাইন সিস্টেমের কারণে হাতে হাতে নেই কোন টাকার লেনদেন। ভূমির রাজস্ব পরিশোধ করতে লাইন ধরে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা। ভূমি মিস কেচ মামলার তদন্ত প্রতিবেদন জমা হতো না বছরের পর বছর। কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। এখন আর লাইন ধরতে হয় না ভোগান্তি এড়িয়ে ভূমি সংক্রান্ত সেবা পাওয়া যাচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, ভূমি ডিজিটাল সেবার নীতিমালাকে অনুসরণ করে ভূমি অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের দিক নির্দেশনায় ও ভূমি নীতিমালা কে সামনে রেখে ডিজিটাল ভূমি সেবা গ্রাহকের কাছে পৌঁছানো আমাদের লক্ষ্য।