সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
নীলক্ষেতে ‘বিষপানে’ সাত কলেজের শিক্ষার্থী অসুস্থ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ২:৪৯ PM আপডেট: ২৭.০৮.২০২৩ ৪:১৩ PM

এক দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে চলমান অবরোধ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

শিক্ষার্থীরা বলছেন, ঢাবির ‘প্রহসনের বিরুদ্ধে’ প্রতিবাদ জানাতে তারা ‘বিষপান করে’ অসুস্থ হয়ে পড়েছেন।

রাজধানীর নীলক্ষেতে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে সাতজন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছে। এদের মধ্যে ঢামেকে দুইজন শিক্ষার্থীকে ভর্তি দিয়েছে।

রোববার (২৭ আগস্ট) দুপুরের দিকে তারা অসুস্থ হয়ে হাসপাতালে আসে চিকিৎসা নিতে। এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।

তিনি জানান, রাজধানীর নিউমার্কেট নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা আন্দোলনরত অবস্থায় কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে আসছে। এখন পর্যন্ত হাসপাতালে এক নারী শিক্ষার্থী সহ দুইজনকে ভর্তি দিয়েছে চিকিৎসক।

অসুস্থরা হলেন, সোনিয়া আক্তার (২৩) বদরুন্নেসা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। তৌকিবুর হাসান বাপ্পি (২৪) কবি নজরুল কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। শাহরিয়ার মাহমুদ অপু (২৫) ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। সাদেক বাপ্পি (২৩) কবি নজরুলের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। মাহবুব প্লাবন (২২) (হঠাৎ অসুস্থ) তিতুমীরের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।রাজিব ইসলাম (২৩) বাংলা কলেজের একাউন্টিং বিভাগের চতুর্থ  ছাত্র। ইয়াসিন আলী সাগর (২৫) ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। এদের মধ্যে সোনিয়া আক্তার (২৩) ও শাহরিয়ার মাহমুদ অপুকে ভর্তি দেওয়া হয়েছে।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নীলক্ষেত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত