নীলফামারীর ডোমার উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ আগস্ট) দুপুরে নিজস্ব হলরুমে সভাটির আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংক লিমিটেড, ডোমার শাখার শাখা ব্যবস্থাপক পঙ্কজ কান্তি রায় সর্বজনীন পেনশন স্কিম সুবিধাসমূহ সভায় আলোচনা করেন।
এসময় ওসি মাহমুদ উন নবী, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, প্যানেল মেয়র সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগণ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম