শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
সাবেক এমপি একেএমএ আউয়াল
‘বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার মহান স্থপতি’
এস এম আকাশ, পিরোজপুর
প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৮:৫৫ PM
বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার মহান স্থপতি। তার নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছিল। আজকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা সবাই স্বাধীনতার সুফল ভোগ করছি। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দেশের মানুষ খেয়ে পড়ে এখন খুব শান্তিতে আছে। দেশে এখন আর কোন অভাব নেই। 

প্রধানমন্ত্রী গরিব, অসহায় ও দরিদ্র মানুষকে এত সুযোগ সুবিধা দিয়েছেন যে এখন আর এলাকায় কাজের লোক খুঁজে পাওয়া যায় না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইন্দুরকানী উপজেলার ১০নং পারেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার সন্ধ্যায় পারেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা ও  দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস‌্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএমএ আউয়াল এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন। এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। এদেশে জাতি, ধর্ম, বর্ণতে কোন ভেদাভেদ থাকবে না। আজ আমাদের মাঝে জাতির পিতা নেই। তবে তার দুই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহেনা সেদিন দেশের বাইরে থাকায় ভাগ্যক্রমে জীবিত রয়েছেন।  তাই আপনারা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করবেন।  যাতে তিনি সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু গৌতম হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহাসীন হাওলাদারের সঞ্চলনায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস, সহ- সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক, এড. মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল আহসান গাজী, শেখ ফিরোজ আহমেদ, ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. এম মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট শহিদুল হক পান্না, জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক এড দেলোয়ার হোসেন, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম, সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। 

শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের মাগফিরাত কামনায় এবং মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত