নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৩৫টি সিলিং ফ্যান দেওয়া হয়েছে। নীলফামারী-১ আসনের সংসদ সদস্যের তহবিল থেকে দ্বিতীয় দফায় ফ্যানগুলো বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন নিজস্ব হলরুমে বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফ্যান বিতরণ করেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, বেগম রৌশন কানিজ, ওসি মাহমুদ উন নবী, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোস্তাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম