দিনাজপুরের ঘোড়াঘাটে এক মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড প্রদান করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
সাজাপ্রাপ্ত ওই মাদকসেবী হলেন, আকাশ মিয়া (২৩)। সে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের ভর্ণাপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হিলিমোড় নামক স্থান থেকে সাজাপ্রাপ্ত যুবককে আটক করে পুলিশ। সেখানে সড়কের ধারে একটি বাগানে প্রকাশ্য মাদক সেবন করছিলেন তিনি। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক সেবনের সময় আটক করে ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) অরুপ কুমার রায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্টেট মাহমুদুল হাসান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) এর ৯(গ) ধারা অনুয়ায়ী মাদক সেবনের অপরাধে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি।
বাবু/জেএম