নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় পুকুর থেকে এক চা বিক্রেতার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ আগষ্ট) বিকেলে সিধলী সংলগ্ন বোবাহালা গ্রামের পুকুর থেকে ফৌজদার মিয়া (৪০) নামের লাশ উদ্ধার করেছে সিদলী মডেল থানার পুলিশ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মৃত ফৌজদার মিয়া সকাল থেকেই নিখোঁজ। সারাদিন খোঁজাখুঁজির পর পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে।
এ বিষয়ে কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, লাশ মর্গে প্রেরণ করা হবে, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাবু/জেএম