বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
ঘোড়াঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)
প্রকাশ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৪:০৮ PM
দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার কৃষ্ণরামপুর মাটিয়ালপাড়া যুব সমাজের উদ্যোগে করতোয়া নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা নৌকাবাইচ। হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই খেলা অনুষ্ঠিত হলো। খেলা দেখতে নদীর দুইপ্রান্তে প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু উপস্থিত হয়। গৃহবধূ হাবিবা আক্তার বলেন, দীর্ঘদিন পর নৌকা বাইচ খেলা দেখতে এসেছি। ছোট বেলায় দেখেছিলাম। অনেক ভালো লাগছে।

পঞ্চাশোর্ধ্ব বৃদ্ধ তবিবর রহমান নদীর কিনারায় দাঁড়িয়ে দেখছিলেন নৈাকা বাইচ। তিনি বলেন, আগে প্রতি বছর নৌকা খেলা হত। খেলা মানেই গাঁয়েত (গ্রামে) মেলা লাগছিলো। বেটি-জামাইয়েক দাওয়াত দেওয়া। কি যে আনন্দ। এখন আর আগের মত দেখা যায় না।

খেলার আয়োজক কমিটির সদস্য ইনসান আলী বলেন, হারাতে বসা নৌকা বাইচকে উজ্জীবিত করতে আমাদের আজকের এই আয়োজন। কল্পনাও করতে পারিনি যে এত মানুষের সমাগম ঘটবে। আগামীতেও আমরা প্রতিবছর গ্রাম বাঙলার এই খেলার আয়োজন করবো

এ প্রতিযোগিতায় ৬টি দল অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ী দল সূর্যের আলোকে একটি গরু ও রানার্স আপ দল চাঁদের আলোকে পুরস্কার হিসেবে একটি ছাগল দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃষ্ণরামপুর ফাজিল মাদ্রাসার সভাপতি মো. আহসানুল হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদের আলী খন্দকার, উপ- দপ্তর সম্পাদক শাকিল সরকার, বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, ইউপি সদস্য মো. মুশফিকুর রহমান মেহেদুল ।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত