নড়াইলে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. পলাশ মোল্যা (৩৫) ও মো. নিলু মোল্যা (৩০) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে লোহাগড়া থানার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত পলাশ মোল্যা লোহাগড়া থানার রামকান্তপুর গ্রামের মো. কাউছার মোল্যার ছেলে ও নিলু মোল্যা লোহাগড়া থানার রামকান্তপুর গ্রামের মৃত জবু মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রবিউল ইসলাম ও এএসআই সাকের আলী সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া থানার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাবু/জেএম