রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর
‘গবেষণায় চৌর্যবৃত্তি রোধে প্লেজারিজম চেকার স্থাপন করা হবে’
মোছা. জান্নাতী বেগম (নজরুল বিশ্ববিদ্যালয়)
প্রকাশ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৬:০৭ PM
গবেষণায় প্লেজারিজম বা চৌর্যবৃত্তি প্রতিরোধে খুব শিগগিরই নজরুল বিশ্ববিদ্যালয়ে প্লেজারিজম চেকার সফ্টওয়্যার স্থাপন করা হবে বলে জানিয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. সৌমিত্র শেখর। তিনি বলেছেন, গবেষণায় চুরি বিদ্যা বাদ দিতে হবে। গবেষণায় চুরি বিদ্যা ধরা পড়লে বড় শাস্তি পেতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্লেজারিজম চেকার সফটওয়্যার আনার ব্যবস্থা করেছি। কিছুদিনের মধ্যেই যুক্ত হবে। তখন যেকোন গবেষণার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হবে।

রোববার (৩ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে আয়োজিত এম এ সেমিনার ২০২৩-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গবেষণার গুরুত্ব তুলে ধরে উপাচার্য আরও বলেন, গবেষণা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই গবেষণার মধ্যদিয়েই মানুষ অনেক কিছু করে। গবেষণা না হলে নুতন কোনকিছু আবিষ্কার হয় না। আমাদের ক্ষেত্র ভিন্ন হতে পারে কিন্তু গবেষণা করে জনসম্মুখে যে ফল আমরা প্রকাশ করি সেটার উপর ভিত্তি করে কিন্তু একটির সঙ্গে আরেকটির সম্পর্ক দাঁড়ায়। গবেষণার পরিমাণের চেয়ে গবেষণার মানের দিকে শিক্ষার্থীদের নজর দিতে হবে। 

প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেটি মূলত সংস্কৃতির উপর নির্ভর করে চলে। ভারতবর্ষও তাই। ভারতবর্ষ অনেক কিছুর পরও টিকে আছে কারণ এর সংস্কৃতি অনেক শক্ত। এই সংস্কৃতিও আমরা বাঙালিরাও পেয়েছি। অথচ আমরা আমাদের সংস্কৃতিকে চটুল গান, চটুল নাচের দিকে কেন জানি নিয়ে গেছি। আর এজন্য যারা দায়ী তাদের ভেবে দেখতে হবে, সংস্কৃতি মানেই চটুল গান নয়। এর বাইরেও অনেক কিছু আছে। সে অনেক বিষয় নিয়ে শিক্ষার্থীদের ভাবতে হবে।

বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রফেসর ড. আতাউর রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। প্রবন্ধ মূল্যায়ন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. কৌশিক সরকার। স্বাগত বক্তব্য দেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যপক মো. মেহেদী তানজির।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত