ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক খাবার হোটেল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩ সেপ্টেম্বর) বেলা দুইটায় আখাউড়া রেলওয়ে স্টেশন রোডে অতিথি হোটেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট প্রশান্ত চক্রবর্তী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকালে এক ব্যক্তি অতিথি হোটেল থেকে খাবার নিয়ে যায়,পরবর্তীতে ওই খাবার মাংসে পঁচা দুর্গন্ধ পাওয়ায় তখন ওই ব্যক্তি উপজেলা সহকারী কমিশনারের কাছে অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে হোটেলে অভিযান চালিয়ে ফ্রিজের ভিতরে পঁচা মাংস ও ইদুর পাওয়ায় যায়। এ সময় হোটেল ব্যবসায়ী নজরুল ইসলামকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে অতিথি হোটেলে অভিযান পরিচালনা করি। অভিযানে এসে ওই ব্যক্তির অভিযোগের সত্যতা পাওয়া যায়। খাবার হোটেলে পঁচা- মাংস বিক্রি করা ও ফ্রিজে ইদুর পাওয়ায় অতিথি হোটেল ব্যবসায়ী নজরুল ইসলামকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের জেল দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। তাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাবু/জেএম