ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের, শিক্ষার্থী ফেরদৌস আহমেদ নির্জয়কে রবিবার বিকাল ৪:২৫ কিডন্যাপ করে পালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার কারণে ভাওয়াল কলেজের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সরগরম দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে ফেরদৌস আহমেদ নির্জয় কলেজের গেটের সামনে অবস্থান করছিলেন, সেই সময়- একাধিক মামলার আসামি, ভাওয়াল কলেজের ত্রাস রবিন সরদার কিডন্যাপের এই ঘটনাটি ঘটান।
শিক্ষার্থীরা ঘটনার বর্ণনায় বলেন, রবিন সরদার কথামতো অপছাত্র রাজনীতিতে অংশগ্রহণ না করার কারণে এর আগেও বিভিন্ন শিক্ষার্থীকে নানানভাবে হুমকি-ভয়ভীতি মারধর খুন করার মত অভিযোগ রয়েছে। শিক্ষার্থী ফেরদৌস আহমেদকে তুলে নেওয়ার সময়, একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে কিছু গুন্ডা বাহিনী ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেন এই সন্ত্রাসী। ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করতে ও আধিপত্যের বিস্তারকে কেন্দ্র করে এই কিডন্যাপ বলে ধারণা করছেন সাধারণ শিক্ষার্থীরা। ভিকটিমের কোন ক্ষতি সাধন হলে ও আসামিকে দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারদের শিক্ষার্থীরা।
এ ঘটনা ঘটার পরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সরগরম দেখা যায়। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ মোতায়ন করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশ থেকে জানানো হয়, শিক্ষার্থীকে কিডন্যাপ এর ঘটনায় পুলিশ মোতায়ন করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে, আসামিকে দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া চলমান।
বাবু/জেএম