নড়াইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫২তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ’র জন্মভিটা নূর মোহাম্মদ নগরে শোকর্যালি,স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অব অনার, কোরআনখানি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট এর আয়োজনে নড়াইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়। এসময় পুলিশের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ এই বীর যোদ্ধাকে রাষ্ট্রীয় সন্মান গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে একটি শোক র্যালি বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর চত্বর থেকে শুরু হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহম্মদ শেখ স্মৃতিসৌধে এসে শেষ হয়। পরে বীরশ্রেষ্ঠ নূীর মোহাম্মদ স্মৃতি যাদুঘরে আলোচনা সভার আয়োজন করা হয়।
বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ট্রাষ্টের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস্) তারেক আল মেহেদী, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের সদস্য সচিব ও চন্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এড.এস এ মতিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে গোলাম মোস্তফা বক্তব্য রাখেন।
এসময় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, নূর মোহম্মদ শেখের পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ট্রাস্টের সদস্য সচিব আজিজুর রহমান ভূঁইয়া বলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ নড়াইলের গর্ব। তার বীরত্বে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমরা এই বীরের স্মৃতি রক্ষার্থে কাজ করে যাচ্ছি। দিনটি পালন উপলক্ষ্যে এইদিন বিভিন্ন স্কুলে বীরের জীবনীর উপরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বাবু/জেএম