রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
হিজাব আইন লঙ্ঘন: বন্ধ করা হলো ইরান ওয়াটার পার্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৫১ PM

নারীদের হিজাব বাধ্যতামূলক না করার জন্য ইরানে একটি ওয়াটার পার্ক বন্ধ করে দেয়া হয়েছে।স্থানীয় গণমাধ্যম এখবর নিশ্চিত করেছে। গত কয়েক মাস ধরে ইসলামিক প্রজাতন্ত্রের কঠোর পোশাক কোড না মেনে চলার অভিযোগ উঠেছে নারীদের বিরুদ্ধে।

একাধিক স্থানে নারীদের হিজাব ছাড়াই দেখা গেছে। ওয়াটার পার্ক বন্ধ করে সরকারি কর্তৃপক্ষ নিয়মাবলী আরো কড়াকড়ি করলো বলেই মনে করা হচ্ছে। কমপ্লেক্স ম্যানেজার মোহাম্মদ বাবাইয়ের উদ্ধৃতি দিয়ে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রবিবার সন্ধ্যা থেকে মোজায়ে খোরোশান ওয়াটার পার্কটি বন্ধ করে দেয়া হয়েছে। বাবাই বলেছেন, পার্কটি বন্ধ ঘোষণা করা হয়েছে নারীদের হিজাব নিয়ম উপেক্ষা করার কারণে। ১৯৮৩ সাল থেকে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর, ইরানে নারীদের বাধ্যতামূলকভাবে মাথা এবং ঘাড় ঢেকে রাখার নির্দেশ ছিলো।

বাবাই বলেছেন, পার্কটি বরাবর আইন মেনে চলেছে এবং নারী দর্শকদের হিজাবের নিয়মগুলিকে সম্মান করার জন্য নিয়মিত সতর্ক করা হয়েছিল। ফারসের সাথে কথা বলতে গিয়ে, বাবাই বলেছিলেন যে প্রায় ১০০০ লোক, যারা পার্কের কাজে  নিযুক্ত ছিল, তারা এখন তাদের চাকরি হারানোর ভয় পাচ্ছেন ।  মোজায়ে খোরোশান পার্কটি  ৬০,০০০ বর্গ মিটার এলাকা জুড়ে বিস্তৃত, বিশ্বের বৃহত্তম ইনডোর ওয়াটার পার্কগুলির মধ্যে এটি একটি।

এটি উত্তর-পূর্বের পবিত্র শহর মাশহাদের উপকণ্ঠে অবস্থিত যেখানে শিয়া ইসলামের মাজারের অষ্টম ইমাম অবস্থিত। গত বছরের ১৬সেপ্টেম্বর পুলিশ হেফাজতে থাকা ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর কারণে ব্যাপক বিক্ষোভ শুরু হওয়ার পরে ইরানের নারীরা  ক্রমবর্ধমানভাবে  ড্রেস কোড  লঙ্ঘন করে চলেছে ।

আমিনি, একজন ইরানী কুর্দি, পোষাকের নিয়ম না মানার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। গত কয়েক মাসে নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য, কর্তৃপক্ষ নিয়ম না মেনে ব্যবসাগুলি বন্ধ করে দিচ্ছে এবং নিয়ম পালন করা হচ্ছে কিনা তা দেখতে  পাবলিক প্লেসে ক্যামেরাও স্থাপন করেছে।

জুলাই মাসে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে, আইন উপেক্ষাকারীদের ধরতে পুলিশের টহল বাড়ানো হয়েছে।

এদিকে, জাতিসংঘের অধিকার বিশেষজ্ঞরা বলেছেন যে, খসড়া আইনে যেসব নারীকে জনসমক্ষে মাথার স্কার্ফ ছাড়া দেখা যায় তাদের জন্য নতুন শাস্তির বিধান রাখা হয়েছে যা  লিঙ্গ বৈষম্যর প্রমাণ। সরকার এবং বিচার বিভাগ মে মাসে নতুন হিজাব আইন এনেছে , যা পালন না করলে আরও কঠোর শাস্তির বিধান রয়েছে । এর পাশাপাশি হিজাব না পরলে নারীরা জরিমানার মুখে পড়তে পারে। তাদের গাড়ি সাময়িকভাবে বাজেয়াপ্ত করাও হতে পারে।
সূত্র : wionews

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ওয়াটার পার্ক   ইরান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত